শিলিগুড়ি,৯ মেঃ করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।এমতবস্থায় আর্থিক সমস্যায় ভুগছেন বহু মানুষ।
শহরের ফটোগ্রাফার,ভিডিওগ্রাফার,লাইট ম্যান যারা রয়েছেন সকলেই এখন গৃহবন্দী।লকডাউনের জেরে বন্ধ রয়েছে তাদের কাজও।তাই অনেকেই এখন সমস্যায় দিন কাটাচ্ছেন।তাদের সাহায্যার্থে এবারে এগিয়ে এলো দার্জিলিং ডিস্ট্রিক্ট ফটোগ্রাফার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।শনিবার শিলিগুড়ির ঘোগোমালিতে প্রায় ১৫০ জনের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী।
সংস্থার সম্পাদক সৌরভ জোয়ারদার জানান, লকডাউনের জেরে সকলেরই কাজ বন্ধ রয়েছে।আর্থিক সমস্যায় ভুগছেন অনেকেই।তাদের আজ খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হল।আগামীতেও সংস্থার তরফে সাহায্য করা হবে।