দার্জিলিং,২০ মেঃ গুদামে মজুত করে রাখা হয়েছিল অবৈধ মদ। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করল আবগারি দফতর। দার্জিলিং এর জোড়বাংলো থানা এলাকার ঘুম-সুখিয়া রোডে দুটি গুদামে হানা দিয়ে লক্ষাধিক টাকার মদ উদ্ধার করেছে আবগারি দফতর।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে আবগারি দফতর এই অভিযান চালিয়েছে। এই অভিযানে বিভিন্ন জোনের আবগারি দফতরের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। দুটি গুদাম থেকে প্রায় ১৭৮ কার্টন মদ উদ্ধার হয়েছে। প্রায় ৬২৫ লিটার মদ ও ৮৪২ লিটার বিয়ার বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার মদের বাজারমূল্য প্রায় ১৯ লক্ষ ৮৪ হাজার টাকা বলে জানা গিয়েছে। যদিও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।