শিলিগুড়ি,১৮ এপ্রিলঃ দার্জিলিং জেলা তৃণমূল কিষাণ ক্ষেতমজুরের জেলা সভাপতি পদ থেকে ছোটন কিস্কুকে সরিয়ে দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে বিক্ষোভে নামল ছোটন কিস্কুর অনুগামীরা।মঙ্গলবার বাগডোগরার সন্ন্যাসী চা বাগান সংলগ্ন এলাকায় একটি সাংবাদিক বৈঠক করে নিজেদের ক্ষোভ উগড়ে দেন ছোটন কিস্কুর অনুগামীরা।তাদের অভিযোগ, এই ঘটনায় আদিবাসীদের অপমান করা হয়েছে। বারবার একজনকে পদ দেওয়া হয়েছে এবং তারপর সরিয়ে দেওয়া হয়েছে।এই ঘটনা আদিবাসী সমাজের কাছে কলঙ্ক। আদিবাসী সমাজের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আগামীতে পথে নেমে বিক্ষোভ দেখানো হবে।
অন্যদিকে এই প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, সম্প্রতি আমাদের জেলার যে কমিটি তৈরি হয়েছে সেখানে ছোটন কিস্কুকে জেলার সহ সভাপতি করা হয়েছে। আগামীতে তাকে আরও বড় পরিসরে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।আমরা কাওকে অপমান করব এটা আমরা ভাবতে পারিনা।কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে।আমি এই বিষয়ে রাজ্য নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি।