শিলিগুড়ি,১৯ মার্চঃ আজ থেকেই দার্জিলিঙে পর্যটকদের আসতে না করার অনুরোধ জানিয়েছে জিটিএ।একটি বৈঠক করে জিটিএ চেয়ারম্যান অনিত থাপা জানিয়ে দেন,নতুন করে কোনও পর্যটক ১৫ এপ্রিল অবধি দার্জিলিঙে আসতে পারবেন না।এছাড়াও পাহারের হোটেল মালিকদের অনুরোধ করা হয় তারা যেন নতুন করে বুকিং না নেয়।
বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিং থেকে প্রচুর গাড়ি নিচে নেমে আসে।অন্যদিকে শিমুলবাড়িতে অন্যান্যদিনের মতো চলছে স্ক্রিনিং।সেখানে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে নিত্যযাত্রীদের।তবে নতুন করে আর পাহাড়ে সেভাবে পর্যটকের দেখা নেই।সকাল থেকেই প্রচুর গাড়ি এদিন সমতলে নেমে আসে।অন্যদিকে এদিন বিভিন্ন স্ক্রিনিং ক্যাম্প পরিদর্শন করেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা।