আলিপুরদুয়ার, ১৩ আগস্টঃ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত দলসিংপাড়া এলাকায় একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার করল বনদপ্তর।
জানা গিয়েছে, শুক্রবার সকালে দলসিংপাড়া এমএসকে স্কুলের পেছনে নালায় দাঁতাল হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।খবর দেওয়া হয় বনদপ্তরে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের রেঞ্জ অফিসার ও বনকর্মীরা।
এই বিষয়ে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর হাতিটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।