রাজগঞ্জ, ২৭ মার্চঃ গজলডোবা সংলগ্ন এলাকায় একটি সবজি ক্ষেত থেকে হাতির মৃতদেহ উদ্ধার হল।
জানা গিয়েছে, রবিবার সকালে গজলডোবা সংলগ্ন মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের তিস্তার চরে মহারাজঘাট সবজি ক্ষেতের পাশে একটি দাঁতাল হাতির মৃতদেহ দেখতে পাওয়া যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈকন্ঠপুর বনবিভাগের এডিএফও মঞ্জুলা তির্কি ও বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।
স্থানীয় বাসিন্দা উত্তম রায় জানান, সকাল নটা নাগাদ আমি খবর পাই একটি হাতির মৃত্যু হয়েছে।এসে দেখি একটি দাঁতাল হাতি পড়ে রয়েছে।বন সংলগ্ন তিস্তার চর এলাকায় ব্যাপক হারে সবজি চাষ হয়।খাবারের সন্ধানে প্রায় প্রতিদিন বুনো হাতি এলাকায় হানা দেয়।অনেক চাষী জমির ফসল বাঁচাতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখে বলে অভিযোগ।এদিন একটি লাউ ক্ষেতের পাশে হাতিটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।তার মৃতদেহের পাশে পড়ে রয়েছে ব্যাগ বোঝাই রাসায়নিক সার।আমাদের ধারনা এই রাসায়নিক সার খেয়ে বা হার্ট অ্যাটাক হয়েও হাতিটির মৃত্যু হতে পারে।
অন্যদিকে এই বিষয়ে বৈকন্ঠপুর বনবিভাগের এডিএফও মঞ্জুলা তির্কি বলেন, আজ সকালে একটি হাতির মৃত্যু হয়েছে।তার তদন্ত চলছে।কিভাবে হাতিটির মৃত্যু হল তা ময়নাতদন্তের পর সঠিক জানা যাবে।