শিলিগুড়ি, ২৩ মেঃ ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল জলপাইগুড়ি সাইবার টিম এবং প্রধাননগর থানার পুলিশ।গ্রেফতার দম্পতির নাম তারকনাথ সাহা এবং সঙ্গীতা সাহা।
জানা গিয়েছে, এই দম্পতি একটি ডেটিং অ্যাপ চালাচ্ছিল।এই অ্যাপের মাধ্যমে তারা যুবদের মেম্বারশিপ দেওয়ার নাম করে মোটা টাকা আদায় করত।অভিযোগ, যুবক-যুবতীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করত এই দম্পতি।প্রতারণার শিকার হয়ে জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করে এক যুবক।সেই অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি সাইবার টিম ঘটনার তদন্ত শুরু করে।তদন্ত করে এই দম্পতির কথা জানতে পারে সাইবার টিম।
এরপর এনজেপি থানার অন্তর্গত সংঘতি মোড়ে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায় জলপাইগুড়ি সাইবার টিম।তবে সেখানে দম্পতিকে পাওয়া যায়নি।এরপর প্রধাননগর থানার সহযোগিতায় গতকাল রাতে শালবাড়ির একটি ভবন থেকে দম্পতিকে গ্রেফতার করা হয়।গ্রেফতার দম্পতিকে জলপাইগুড়ি সাইবার থানায় নিয়ে যাওয়া হয়েছে।