শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে মহিলা ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাতে শিলিগুড়ি দাদাভাই স্পোটিং ক্লাবের উদ্যোগে দাদাভাই খেলার মাঠে আজ থেকে শুরু হল দিবারাত্রি টি-২০ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট।আগামী ৫ মার্চ অবধি ক্রিকেট প্রতিযোগিতা চলবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যা ঈশিতা বসু।
আজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, টুর্নামেন্ট কমিটির সভাপতি তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ, কাউন্সিলররা সহ সমাজসেবী মদন ভট্টাচার্য ও ক্লাবের কর্মকর্তারা।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।এদিন প্রথম খেলায় বাঘাযতীন তরুণ সংঘ বনাম নর্থবেঙ্গল ক্রিকেট কোচিং সেন্টার মুখোমুখি হয়।