রাজগঞ্জ, ২৮ ডিসেম্বরঃ পাঘালুপাড়া যুবক সংঘের পরিচালনায় রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি সংলগ্ন পাঘালুপাড়া মাঠে এক দিবসীয় দিবারাত্রী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল।এবছর ৩১তম বর্ষে প্রদাপর্ন করছে এই খেলা।এদিন খেলার সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জানা গিয়েছে, এই খেলায় বিভিন্ন যায়গার ১২টি দল অংশগ্রহণ করেছে।জয়ীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স ট্রফি, ফেয়ার প্লে ট্রফি সহ ধরনের ভিন্ন ট্রফি দেওয়া হবে।
রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চলের পাঘালুপাড়া যুবক সংঘের পরিচালনায় ৩১ তম এক দিবসীয় ফুটবল খেলা আয়োজন করা হয়েছে। প্রতিবছরের মতো এবছরও আমন্ত্রণে সাড়া দিয়ে খেলা দেখতে এসেছি।খুব ভালো লাগছে।প্রতিবারের মতো এবারেও এখানে কয়েক হাজার দর্শক এই খেলা দেখতে আসবে।
এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য রনবীর মজুমদার, ভোরের আলো থানার ওসি সুদীপ দত্ত, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ, উপপ্রধান মিনতী রায়, রবীন্দ্রনাথ রায়, প্রফুল্ল রায়, রাজেশ রায় সহ অন্যান্যরা।

