শিলিগুড়ি, ২৮ জুলাইঃ উত্তরবঙ্গ ডেকোরেটরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একদিবসীয় দিবারাত্রী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল।শিলিগুড়ির একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী স্কুল প্রাঙ্গণে এই খেলার আয়োজন করা হয়।
রবিবার এই টুর্নামেন্টের সূচনা করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে উত্তরবঙ্গ ডেকোরেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোপাল সরকার জানান, ১৯ বছর ধরে আমরা এই খেলার আয়োজন করছি।বিগত কয়েক বছর ধরে তিলেশ্বরী স্কুল ময়দানে এই খেলার আয়োজন করা হচ্ছে।ব্যবসার পাশাপাশি সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।এই কারণেই খেলার আয়োজন করছি আমরা।টুর্নামেন্টে সুধীর চন্দ্রদাস মেমোরিয়াল উইনার্স পুরস্কার ৫০ হাজার টাকা, স্বপন দাস মেমোরিয়াল রানার্স ৩০ হাজার টাকা এবং গীতা রানী দাস ফেয়ার প্লে ট্রফি ৫ হাজার টাকা পুরস্কার রয়েছে।