মহকুমা পরিষদ নির্বাচনঃ নরসিংহ বিদ্যাপীঠে ডিসিআরসি সেন্টার পরিদর্শনে পুলিশ কমিশনার ও জেলাশাসক  

শিলিগুড়ি, ১৮ জুনঃ আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন।একদিকে যেমন ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল, তেমনি প্রশাসনের তরফে শুরু হয়েছে শেষ মুহুর্তের প্রস্তুতি।  


শনিবার শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা এবং দার্জিলিং এর জেলাশাসক এস পন্নমবলম মাটিগাড়ার নরসিংহ বিদ্যাপীঠ স্কুল পরিদর্শন করলেন।সেখানে ডিসিআরসি সেন্টারের প্রস্তুতি খতিয়ে দেখেন তারা।পরিদর্শনের পর স্কুলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করেন কমিশনার এবং জেলাশাসক।

এই বিষয়ে জেলাশাসক এস পন্নমবলম বলেন, মাটিগাড়ার নরসিংহ বিদ্যাপীঠ স্কুলে সেন্টার তৈরি করা হয়েছে।বৃষ্টির কথা মাথায় রেখে স্কুলে ত্রিপলের ব্যবস্থাও করা হয়েছে।৪টি ব্লকে মোট বুথের সংখ্যা রয়েছে ৬৫৭টি।প্রত্যেক বুথে পাঁচজন করে ভোট কর্মী থাকবেন।সবমিলিয়ে ব্লকে পাঁচ হাজার ভোটকর্মী থাকবেন।


অন্যদিকে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।নির্বাচনের সময় মদ পাচার, মানি ট্রানজেকশনের মত ঘটনায় বিশেষ নজর রাখা হচ্ছে।বর্ডার এলাকায় পুলিশের নাকা চেকিং চলছে।শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişmeritking