শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়িতে ধরা পড়া ৫ সদস্যের ডাকাত দলকে ১০ দিনের পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট।
প্রসঙ্গত, স্পেশাল টাস্ক ফোর্সের খবরের সূত্র ধরে শিলিগুড়িতে ৫ দুষ্কৃতীকে ধরে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়িতে একটি ধাবার কাছ থেকে ৫ জনকে ধরা হয়।তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি বাইক, কার্তুজ ও বেশকিছু নকল নোট পাওয়া যায়।
ধৃতদের নাম শাহানওয়াজ আনসারি, মিঠুন গোয়ালা,মহিন্দর যাদব, মহম্মদ আহমেদ, অজয় কুমার।এদের মধ্যে মিঠুন জলপাইগুড়ির ফাটাপুকুর ও বাকিরা বিহারের বাসিন্দা।শিলিগুড়ির এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্য রয়েছে।প্রায় ৫০-৬০ লক্ষ টাকা লুটের পরিকল্পনা ছিল তাদের।
পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডাকাত দলটিকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।