মংপু, ৭ আগস্টঃ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল।
তথ্য ও সংস্কৃতি বিভাগের দার্জিলিং এবং শ্রমিক কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে রবীন্দ্র সংগ্রহশালায় এদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিরা।রবীন্দ্র সঙ্গীত পরিবেশন সহ রবীন্দ্রনাথ নিয়ে আলোচনাও করা হয় অনুষ্ঠানে।