শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ ‘হাথরসের ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছেন’-শিলিগুড়িতে বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বললেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরী।
দেবশ্রী চৌধুরী বলেন, হাথরসের ঘটনা নিন্দনীয়।ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথমে এসআইটি’কে তদন্তের নির্দেশ দেন এরপর ঘটনার তদন্তের ভার সিবিআই হাতে তুলে দিয়েছেন।এরপরেও বিরোধীরা এই ঘটনা নিয়ে রাজনীতি করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বাংলায় কোনো দলিত পরিবারের মেয়ের ধর্ষণ হলে রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নামেন না।কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কোনো ঘটনা ঘটলে তিনি পথে নামেন।তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে খবরের শিরোনামে থাকাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য।
অন্যদিকে, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং রাহুল গান্ধীকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।তিনি বলেন, বাংলা ও রাজস্থানে এই ধরণের ঘটনা ঘটলে তারা যান না।এর কারণ ন্যায়ের জন্য নয় নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই তাদের দল কাজ করে।