রাজগঞ্জ ৮ নভেম্বরঃ ঐতিহাসিক দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির পরিদর্শন করলেন বিধানসভার পরিবেশ বন ও পর্যটন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা।
এদিন উপস্থিত ছিলেন বিধানসভার পরিবেশ বন ও পর্যটন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শওকত মোল্লা এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রায়দিঘীর বিধায়ক ডঃ অলোক জলদাতা,মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক জয়দেব হালদার, সরেন বান্দুয়ান বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজীব লোচন,তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়,পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ বনদপ্তর ও পর্যাটন দপ্তরের আধিকারিকরা।
পরিদর্শন শেষে চেয়ারম্যান শওকত মোল্লা বলেন, আমরা জলপাইগুড়ির ও আলিপুরদুয়ার দুই জেলার বিভিন্ন যায়গা পরিদর্শন করতে এসেছি।আজ প্রথমে জলপাইগুড়ি জেলার গজলডোবা পর্যাটন কেন্দ্র পরিদর্শন করলাম।দেখে খুব ভালো লাগলো।আগামীকাল আমরা আলিপুরদুয়ার পরিদর্শনে যাবো।