জলপাইগুড়ি, ১২ জুনঃ জলপাইগুড়ির দেবী চৌধুরানী কালি মন্দিরে চুরির ঘটনা।রুপোর মুকুট, প্রণামীর টাকা সহ অন্যান্য অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।
জানা গিয়েছে, মন্দিরের লোহার গেট ভেঙ্গে মন্দিরে প্রবেশ করে চোরের দল।আজ সকালে মন্দিরের পুজারি সুভাষ চৌধুরী মন্দিরে এসে চুরির ঘটনা জানতে পারেন।এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।
পুজারি সুভাষ চৌধুরী জানান,মন্দিরের দুটি দান বাক্স ভেঙ্গে বেশকিছু টাকা নিয়ে চলে গেছে চোরেরা।তিনি আরও বলেন, আগেও বহুবার মন্দিরে চুরির ঘটনা ঘটে।
অভিযোগ, মন্দিরের নিরাপত্তা বলে কিছুই নেই।মন্দির কমিটির পক্ষ থেকে প্রশাসনকে জানানো হলেও শতাব্দী প্রাচীন এই মন্দিরের কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি।
মন্দির কমিটির সম্পাদক দেবাশীষ সরকার বলেন,লকডাউনের কারনে দীর্ঘদিন মন্দির বন্ধ ছিল।কয়েকদিন আগেই মন্দির খোলা হয়েছে।মন্দিরের নিত্যদিনের পুজোর খরচ চলত প্রনামীর টাকা দিয়ে। সেই প্রনামীর টাকা চুরি হয়েছে।তিনি আরও বলেন, এদিকে একের পর এক চুরির ঘটনায় মন্দিরের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের দ্বারস্থ হবেন তারা।