শিলিগুড়ি, ৯ জুনঃ শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকায় গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।ঘটনায় একজনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম দীপক কামতি ওরফে দীপু।দেবীডাঙ্গার বাসিন্দা।
জানা গিয়েছে, গতকাল রাতে দেবীডাঙ্গা বাজার এলাকায় তিন রাউন্ড গুলি চলে।যেকারণে আতঙ্ক ছড়ায় এলাকায়।ভোলা বারোই নামে এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, দীপক কামাতি এলাকায় মাদকের কারবার করছে।এর জেরে এলাকার যুবকরাও নেশাগ্রস্থ হয়ে পড়ছে।স্থানীয়রা এর প্রতিবাদ করেছিলেন।তাদের আওয়াজ বন্ধ করতে দীপক কামাতি বাড়ির সামনে তিন রাউন্ড গুলি ছোড়ে এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে।ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত।
খবর পেয়েই প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ তদন্তে নেমে দেবীডাঙ্গা এলাকা থেকে দীপক কামতিকে গ্রেফতার করে।অভিযুক্তের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।এছাড়াও দেবীডাঙ্গা বাজারের কাছে ভোলা বারইয়ের বাড়ির সামনে থেকে একটি বুলেট সেলও উদ্ধার করা হয়েছে।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
এদিকে পুলিশ সূত্রে খবর, পুরনো জমি শত্রুতার জেরে এই গুলিকান্ডের ঘটনা।দীপক কামতির সঙ্গে স্থানীয় কিছুজনের জমি নিয়ে বিরোধ ছিল।এই বিষয়ে প্রধাননগর থানাতেও অভিযোগ রয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
