শিলিগুড়ি, ১৯ জানুয়ারিঃ মঙ্গলবার রাতে দেবীডাঙা অটো স্ট্যান্ডের পাশে একটি গুদামে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় গুদাম।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের ৩টি ইঞ্জিন এবং প্রধাননগর থানার পুলিশ।
কিভাবে গুদামে আগুন লাগলো, নাকি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে এই নিয়ে উঠছে প্রশ্ন।
এই বিষয়ে গুদামের ম্যানেজার রবি যাদব বলেন, গতকাল সন্ধ্যের সময়ই গুদাম দেখে যাই।সেইসময় সবকিছু ঠিকই ছিল।এরপর প্রায় ৭:৩০ মিনিট নাগাদ খবর আসে যে গুদামে আগুন লেগেছে।খবর পেয়েই গুদামে পৌঁছোই ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।কেউ ইচ্ছে করেই আগুন লাগিয়েছে।কারণ গুদামে কোনোরকম ইলেট্রিকের কানেকশন নেই।ঘটনার প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে শিলিগুড়ি দমকল বিভাগের আধিকারিক অজিত ঘোষ বলেন, কিভাবে গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানা জায়নি।তদন্ত চলছে।