শিলিগুড়ি, ২৯ মেঃ শিলিগুড়ি চম্পাসারি সংলগ্ন দেবীডাঙায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল।পুলিশের গাড়িতে পাথর বৃষ্টি ক্ষুব্ধ জনতার।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় র্যাফ, মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, বুধবার সকালে দেবীডাঙ্গা এলাকার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।মৃতের নামা বাপ্পা বর্মন।বাপ্পা বর্মনের ওই এলাকার বাসিন্দা মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সদস্য হরি শর্মার মেয়ে নেহার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।মঙ্গলবার মিলনমোড় এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা হয় বাপ্পার।সেইসময় তাদের মধ্যে বচসাও হয়।বাপ্পা তার প্রেমিকাকে থাপ্পরও মারে।অভিযোগ, এরপর গতকাল রাতে দেবীডাঙা ময়দানে নেহা ও তার বাবা হরি শর্মা বাপ্পাকে বেধড়ক মারধর করে।এই অপমান সহ্য করতে না পেরেই যুবক আত্মহত্যা করে বলে অভিযোগ।
ঘটনার পরই আজ হরি শর্মা এবং তার মেয়ের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা।ঘটনা ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।সেইসময় পুলিশ হরি শর্মা ও তার পরিবারের সদস্যদের পুলিশ ভ্যানে বসালে ক্ষিপ্ত জনতা পাথরবৃষ্টি করতে শুরু করে।ঘটনায় পুলিশ ভ্যানের কাঁচ ভেঙে যায় এবং কয়েকজন পুলিশকর্মী আহত হন।পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ।
পরে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।