শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বরঃ মহালয়া মানেই পুজোর গন্ধ।তবে এবার মহালয়ার প্রায় একমাস পরে পুজো হলেও পুজোর আমেজ যেন চলেই এলো।পিতৃপক্ষের অবসানে সূচনা হল দেবীপক্ষের। বৃহস্পতিবার ভোর থেকেই শিলিগুড়ির বিভিন্ন নদীঘাটে তপর্ণ শুরু হয়ে যায়।
তবে করোনার জেরে এবছর ছবিটা একটু আলাদা। ঘাটে যাতে বেশী ভিড় না হয় সেদিকে ছিল পুলিশের নজর।মানুষকে সচেতন করতেও পুলিশের মাইকিং চলছিল শিলিগুড়ির লাল মোহন মৌলিক নিরঞ্জন ঘাটে।একই ছবি ছিল অন্যান্য জায়গায়ও।ভিড়ও অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম ছিল এবার। এদিকে আজই বিশ্বকর্মা পুজো।
সেকারণে একদিকে মহালয়া অন্যদিকে বিশ্বকর্মা পুজোয় করোনা আতঙ্ককে দূরে সরিয়ে পুজোর আনন্দে মাতছেন সকলে।মায়ের কাছে সকলের কামনা বিশ্বকে করোনামুক্ত করো।