করোনায় কাবু গোটা বিশ্ব।ভারতে সরকারীভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮ জনের।আক্রান্তের সংখ্যা ১,৪৪০।পাশাপাশি করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন।এমতাবস্থায় একপ্রকার অনাহারে দিন কাটছে দেশের দরিদ্র মানুষদের।
এইসব মানুষদের কথা ভেবে এবারে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দেবতাদের অর্থ ব্যবহার করার আবেদন জানালো দেরাদুনের ১৫ বছরের এক কিশোর।
ওই কিশোরের বক্তব্য,দেশে যতগুলি মন্দির রয়েছে তাতে প্রচুর অর্থ রয়েছে।দেশের এই দুর্দিনে ব্যবহার করা হোক সেই অর্থের।সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠির মাধ্যমে এই প্রস্তাব দিয়েছে অভিনব কুমার শর্মা নামে দশম শ্রেণীর ওই কিশোর।ওই অর্থের মাধ্যমে দেশের গরীব মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার কথা বলেছে ওই কিশোর।