রাজগঞ্জ, ৭ ডিসেম্বরঃ ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাঁকিয়ে পড়লো শীত।সাতসকালে কুয়াশাচ্ছন্ন বিভিন্ন এলাকা।
বছরের শেষেই জাঁকিয়ে পড়েছে শীত। সেই ঠান্ডায় জুবুথুবু শিলিগুড়ি শহর সহ সংলগ্ন রাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা। শনিবার সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ।যদিও বেলা বাড়তেই সূর্যিমামার দেখা মিলেছে।
সকালে কুয়াশাচ্ছন্ন থাকায় রাস্তায় লাইট জ্বেলে চলাফেরা করে লরি থেকে ট্রাক এবং বাইক। ঠাণ্ডা থেকে বাঁচতে আগুনও পোহাতে দেখা যায় মানুষকে।শীতের পারদ নামতেই ঠান্ডার আমেজে উত্তরবঙ্গবাসী।