জলপাইগুড়ি, ৫ এপ্রিলঃ লকডাউন উপেক্ষা করে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় দেদারে বিক্রি হচ্ছে হাঁড়িয়া। আর তাতেই ভিড় জমাচ্ছেন সবাই। জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানের পাশে রেললাইনের ধারে বিক্রি হচ্ছে হাঁড়িয়া।
বর্তমানে মদের দোকান বন্ধ তাই নেশার তাগিদে হাড়িয়াতে মজেছেন সবাই। জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানের পাশে বাঁশ গাছের নিচে ক্রেতাদের বসার ব্যবস্থা যেমন করা হয়েছে তেমনি সার্ভিসও দেওয়া হচ্ছে।যদিও এদিন সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই হাড়িয়ার পাট চুকিয়ে পালিয়ে গেলেন বিক্রেতা ও ক্রেতারা।
অন্যদিকে এক বিক্রেতাকে প্রশ্ন করা হলে তিনি জানান, সরকার থেকে খাবার দেওয়া হলেই কেউ আর বিক্রি করবে না।
No comment’s