শিলিগুড়ি, ১৩ জুনঃ প্রতিদিনই নিত্যনতুন উপায়ে প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকেরা।সেই জালে পা দিয়ে প্রতারিতও হচ্ছেন অনেকে।এবারে দেহ ব্যবসার নাম করে যুবতীদের ছবি পাঠিয়ে প্রতারণার অভিযোগ উঠলো দুই টোটো চালকের বিরুদ্ধে।ঘটনার পর্দা ফাঁস করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)।গ্রেফতার করা হয়েছে দুজনকে।ধৃতদের নাম প্রশান্ত সাহা(৩১) এবং বাপী সূত্রধর(৩০)।দুজনই শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা।
জানা গিয়েছে, অভিযুক্ত দুজনই বিবেকানন্দ রোডে টোটো নিয়ে দাঁড়িয়ে থাকতো।গ্রাহকদের দেখেই যুবতীদের ছবি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত তারা।এই ধরণের বেশকিছু অভিযোগ পায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।ঘটনার তদন্তে নামে এসওজি।
এরপরই এসওজি শিলিগুড়ির সেবক রোডে অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেফতার করে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়।ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।