শিলিগুড়ি, ১ এপ্রিলঃ মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের দুই পড়ুয়া শুভার্থী দাস ও মনোজ বর্মন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে তারা দেহদান করেন।দেহদানের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেন তারা।তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শুভার্থী দাস জানান, আমি এর আগেও ক্যান্সার রোগীর জন্য চুল দান করেছি।ইচ্ছে ছিল দেহদান করার।সেই ইচ্ছে পূরণ হল।
অন্যদিকে মনোজ বর্মন জানায়, প্রথমদিকে পরিবারের সদস্যরা মেনে নেয়নি, তবে বোঝানোর পর কোনো সমস্যা হয়নি।মৃত্যুর পর আমাদের শরীরের কোনো অঙ্গ যাতে কোনো মানুষের কাজ লাগে তার জন্যই এই দেহদানের সিদ্ধান্ত।এভাবেই সমাজের উপকার করতে চাই।