উলেন রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং পটেল

রাজগঞ্জ, ২৪ ডিসেম্বর: মৃত বিজেপি কর্মী উলেন রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং পটেল।


বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের মান্তাদারিতে মৃত উলেন বাবুর বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী।তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলার বিজেপি সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়, বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী সহ ব্লকের নেতৃত্বরা।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, উত্তরকন্যা অভিযানের দিন পুলিশের গুলিতে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হলেও পরিবারটি যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন তার প্রশংসা করতেই হয়।মৃতের পরিবার ওইদিনের ঘটনার ন্যায় বিচার চাইছেন।বিজেপির তরফে সর্বশক্তি দিয়ে পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া হবে।


তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে আইন ও গণতন্ত্র বলে কিছু নেই।এভাবে চলতে পারে না।চার মাস পরেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন।নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে এবং আইনের শাসন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *