রাজগঞ্জ, ৩১ জুলাইঃ দেখাশোনার কেউ নেই।অসুস্থ অবস্থায় পরিত্যক্ত মন্দিরের মেঝেতেই দিন কাটাচ্ছেন ৬৩ বছরের এক বৃদ্ধ।তার নাম সুভাষ চক্রবর্তী।রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ এলাকার হরিহর আশ্রমের মন্দিরের মেঝেতেই শয্যাশায়ী হয়ে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, হরিহর আশ্রম সংলগ্ন এলাকায় একটি দোকান করতেন সুভাষ বাবু।কয়েকমাস আগে দোকানে পড়ে গিয়ে গুরুতর চোট পান।অসুস্থ অবস্থায় তাকে প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে, তারপর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কিছুদিন চিকিৎসার পর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার নার্ভের সমস্যা ধরা পড়ে।চিকিৎসকরা তাকে কলকাতা বা অন্য রাজ্যে চিকিৎসার পরামর্শ দেন।চিকিৎসকের পরামর্শ শুনে চলে আসেন মন্দিরে।বাইরে গিয়ে চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের প্রয়োজন।কিন্তু সেই সামর্থ্য তার নেই।
সুভাষ বাবুর স্ত্রী ও এক মেয়ে রয়েছে।যদিও স্ত্রী ও সন্তান তার সঙ্গে থাকেন না।তারা জলপাইগুড়ির এক ভাড়া বাড়িতে থাকেন।কিভাবে চিকিৎসা করাবেন ভেবে পাচ্ছেন না।নিরুপায় হয়ে মন্দিরের মেঝেতেই শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছেন সুভাষ বাবু।