খড়িবাড়ি, ২৪ মার্চঃ দিল্লি চ্যাম্পিয়ন লিগ ফুটবল খেলার সুযোগ পেল খড়িবাড়ির প্রত্যন্ত গ্রাম দ্বারবক্সের প্রতিজ্ঞা।
ছোটো বেলা থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা ছিল নকশালবাড়ি চা বাগানে শ্রমিক পরিবারের মেয়ে প্রতিজ্ঞার। নকশালবাড়ি রথখোলা ফুটবল অ্যাকাডেমি থেকে খেলা শুরু করে সে।বিহার, কলকাতা, দার্জিলিং, কার্শিয়াঙ সহ একাধিক প্রতিযোগিতায় খেলে সেরার পুরস্কার জয়ী হয়।খেলার পাশাপাশি দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে।
আগামীদিনে ভারতীয় মহিলা ফুটবল দলে খেলবে বলে আশাবাদী প্রতিজ্ঞার বাবা ও তার ফুটবল কোচ বিদ্যুৎ দাসের।জানা গিয়েছে, এর আগেও কলকাতায় জুনিয়র মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলায় সুযোগ পেয়েছিল প্রতিজ্ঞা।আগামী ২৬শে মার্চ দিল্লিতে চ্যাম্পিয়ন লিগ ফুটবল খেলার সুযোগ পেয়ে খুশি প্রতিজ্ঞা সহ তার পরিবার।