শিলিগুড়ি, ২ জুলাইনঃ শিলিগুড়ির স্টেট গেস্ট হাউস থেকেই দিল্লি ফিরে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।এদিন বিমানবন্দরে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
জানা গিয়েছে, আজ চোপড়া যাওয়ার কথা থাকলেও এই মুহূর্তে নির্যাতিত যুগলরা কোনোরকম কথা বলতে নারাজ।তা শুনেই তিনি তার সূচি পরিবর্তন করেন।
এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, নির্যাতিতা ও সকলের জন্য রাজভবনের দরজা খোলা রয়েছে।যে কেউ গিয়ে তার সঙ্গে নির্ভয়ে নির্দ্বিধায় কথা বলতে পারেন।রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতার ব্যানার্জির বাংলায় মহিলারা সুরক্ষিত নয়।এই রিপোর্ট তিনি কেন্দ্রের কাছে পেশ করবেন।