শিলিগুড়ি, ২৯ সেপ্টেম্বরঃ ১০০ দিনের কাজ, আবাস যোজনার প্রাপ্য বকেয়া টাকা আদায় করতে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
জানা গিয়েছে, হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে প্রথমে কলকাতা এরপর দিল্লিতে যাবেন কর্মীরা।আগামী অক্টোবর মাসের ২ ও ৩ তারিখ দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় সামিল হবেন তারা।এই ধর্না কর্মসূচির নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার এনজেপি স্টেশনে দিল্লির উদ্দেশ্যে যাওয়া কর্মীদের জল এবং দুপুরের খাবার তুলে দেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার সভাপতি সুজয় সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্য কাজল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, ১০০ দিনের পাওনা টাকা আদায় করতে একাধিকবার দিল্লির দরবারে আবেদন করা হয়েছে।এরপরও কোনরকম সুরাহা মেলেনি।তাই এবারে বকেয়া টাকার আদায়ে দিল্লিতে আন্দোলন গড়ে তোলা হচ্ছে।আমাদের ২২টি গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় ৫০০ জন তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা দিল্লিতে যাচ্ছেন।