শিলিগুড়ি,২৬ ফেব্রুয়ারিঃ অশান্ত হয়ে রয়েছে দিল্লি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল সিপিআই (এমএল)। এদিন শিলিগুড়ি হাসমিচক থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়, উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক সদস্যরা। এরপর হিলকার্ট রোড পরিক্রমা করে আবারও হাসমিচকে এসে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সংগঠনের তরফে অভিজিৎ মজুমদার জানান, মুজফফারপুর, গুজরাটের দাঙ্গা কেন্দ্রীয় সরকার দিল্লীর বুকে নিয়ে আসছে। তিনি আরও জানান, দিল্লীর এই গনহত্যার সবচেয়ে বেশি দায় বিজেপি নেতা কপিল মিশ্রার। তাই এই ঘটনাকে ধিক্কার জানিয়ে বিজেপি নেতা কপিল মিশ্রাকে গ্রেফতার এবং অমিত শাহের পদত্যাগের দাবি জানান তারা।
সি পি আই এম-এল লিবারেশন লাল সেলাম।