কোচবিহার, ২৩ মেঃ আগামী ২৫ মে থেকে চালু হচ্ছে এনজেপি-গোয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস।নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ এর দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, আগামী ২৫ তারিখ থেকে এনজেপি-গোয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়ে যাবে।ইতিমধ্যেই রেল দপ্তরের পক্ষ থেকে একটি তালিকা বের করা হয়েছে।যেখানে দেখা যাচ্ছে নিউ কোচবিহার স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নেই।এই কারণে মঙ্গলবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিউ কোচবিহার স্টেশনে অবস্থান বিক্ষোভে করা হয়।স্টপেজের দাবিতে রেল অবরোধও করা হয়।
এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, উত্তরবঙ্গের মধ্যে সবথেকে ঐতিহ্যবাহী জেলা কোচবিহার জেলা।কোচবিহার হেরিটেজ টাউন হতে চলেছে।নিউ কোচবিহারে বন্দে ভারতের স্টপেজ দেওয়া হয়নি। কোচবিহারের মানুষের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে।এই কারণেই আজকের এই বিক্ষোভ।