শিলিগুড়ি, ৭ জুলাইঃ রেলকে বেসরকারিকরণ সহ পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
জানা গিয়েছে, ৬ থেকে ১৩ জুলাই কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে আন্দোলন করবে তৃনমুল কংগ্রেস।তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার আইএনটিটিইউসি, এনজেপি লোকাল কমিটি উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচির গ্রহণ করা হয়।
এদিন দার্জিলিং, ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসুচি গ্রহণ করা হয়েছে।এদিন এনজেপি স্টেশন চত্বরে অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।
গৌতম দেব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এমন আন্দোলন-কর্মসূচি গড়ে তোলা হচ্ছে রাজ্যব্যাপী।আগামীতে কেন্দ্র সরকার যদি দ্রুত তাদের এই জনবিরোধী নীতি থেকে সরে না আসে তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।