শিলিগুড়ি, ১ আগস্টঃ ডেঙ্গি মোকাবিলায় তৎপর শিলিগুড়ি পুরনিগম।যেকারণে মঙ্গলবার সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হল।
জানা গিয়েছে, বিগত বছরের মত এবছরও ডেঙ্গির যাতে ভয়াবহ রুপ ধারণ না করতে পারে এর জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।এদিন শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর বরো অন্তর্গত এলাকায় সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়।পদযাত্রার পাশাপাশি বিভিন্ন এলাকায় স্প্রে করা হয়।এই পদযাত্রার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।
এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ মানিক দে, দুলাল দত্ত সহ ১২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ অন্যান্যরা।