জলপাইগুড়ি, ১৪ ডিসেম্বরঃ জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভাল্লুকের আতঙ্ক।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাগানের ২০ নম্বর সেকশনে ভাল্লুকের মত দেখতে একটি প্রাণী নজরে পড়ে বাগানের চৌকিদার ও কয়েকজন শ্রমিকের।এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।রাতেই ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা।বাগানে পায়ের ছাপও নজরে আসে।এরপরই এলাকার মানুষকে সতর্ক করা হয়।
আজ সকাল থেকে ভাল্লুকের খোঁজে জোর তল্লাশি শুরু করে বনদপ্তর।ভাল্লুকের খোঁজে বাগানজুড়ে ড্রোনের সাহায্যে নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা। এদিকে শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে বাগানের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাগান কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যানে অজানা জন্তুর পায়ের ছাপকে কেন্দ্র করে ভাল্লুকের আতঙ্ক ছড়ায়।ঘটনার ঠিক ৭ দিনের মাথায় শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভাল্লুক আতঙ্ক ছড়িয়েছে।