শিলিগুড়ি, ২৩ জুলাইঃ শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক নাবালিকার।মৃতার পরিবারের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য আধিকারিকেরা।
মঙ্গলবার সকালে শিলিগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের স্বামীনগর এলাকায় মৃতার বাড়িতে যান মেয়র।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।প্রসঙ্গত, গত শনিবার নাবালিকাকে নার্সিংহোমে ভর্তি করা হয়।সেখানে পরীক্ষার পর তার ডেঙ্গি ধরা পড়ে।এরপর চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যু হয় নাবালিকার।
এদিন পরিবারের সঙ্গে দেখা করার পর মেয়র গৌতম দেব জানান, খুবই মর্মান্তিক ঘটনা।পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির জন্য এমনটা হয়েছে।এই নিয়ে একটি মেডিক্যাল টিম তৈরি করে পুরো বিষয়টি পর্যালোচনা চলছে।আজ পুরনিগমে জরুরি বৈঠকও ডাকা হয়েছে।পাশাপাশি ডেঙ্গি সচেতনতায় পুরনিগমের তরফে লাগাতার প্রচার চলছে।অনেক জায়গায় কিছুটা জল জমে থাকছে সেগুলো দ্রুত পরিষ্কার করার কাজ চালাচ্ছি।সমস্ত দিক পর্যালোচনা করে স্বাস্থ্যদপ্তর রিপোর্ট পেশ করবে বলে জানান তিনি।
এই বিষয়ে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন জানান, পুরনিগম কাজের লোক ঠিকঠাক দিতে পারছে না।যেখানে সেখানে জল জমে রয়েছে।আমি বারবার এই বিষয়ে পুরনিগমের দৃষ্টি আকর্ষণ করলেও তারা কোনো কর্ণপাত করেনি।