শিলিগুড়ি, ২২ জুলাইঃ শিলিগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের স্বামীনগর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক নাবালিকার।মৃতার নাম জায়না খানম।এবছর ডেঙ্গি আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটলো শহরে।
জানা গিয়েছে, গত ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিল নাবালিকা।জ্বরের ওষুধ খাওয়ানোর পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়।সেখানে পরীক্ষার পর তার ডেঙ্গি ধরা পড়ে।নাবালিকার রক্তে প্লেটলেট নেমে গিয়েছিল ১০ হাজারের নীচে।চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যু হয় তার।নাবালিকার মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে ৭ নম্বর ওয়ার্ডে যে এলাকায় মৃত নাবালিকার বাড়ি সেখানে আবর্জনা জমে থাকে।পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।পরিষ্কার পরিচ্ছন্নতার উপর পুরনিগম নজর দিক এই দাবী জানান মৃতার পরিবারের সদস্যরা।