শিলিগুড়ি, ১২ অক্টোম্বরঃ শিলিগুড়িতে ক্রমশই বাড়ছে ডেঙ্গি।ডেঙ্গি মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক ডঃ সুশান্ত রায়।
বুধবার উত্তরকন্যায় এই বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক সহ অন্যান্য আধিকারিকেরা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডঃ সুশান্ত রায় বলেন, ডেঙ্গি নিয়ে পরিষেবার খামতি রয়েছে।মানুষের মধ্যে সচেতনতার অভাব এখনও রয়েছে যার ফলে ডেঙ্গি নিয়ন্ত্রণে আসছে না।তবে গত মাসের তুলনায় চলতি মাসে আক্রান্তের সংখ্যা কম রয়েছে।ডেঙ্গি নিয়ে সকলকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি।