শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ শহরে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি।ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।এরপরই আজ শিলিগুড়ি পুরনিগমে বৈঠক করলেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, এদিন স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র।বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।
বৈঠক শেষে মেয়র জানান, প্রতিটি ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি ফগিং এবং স্প্রে বাড়িয়ে দেওয়া হচ্ছে।স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাবেন।পাশাপাশি বরো ভিত্তিক মাইকিং করে সচেতনতা প্রচার করা হবে।শহরে ফাঁকা জমি গুলোর ওপরও বিশেষ নজরদারি চালাবে পুরনিগম।যার জমি তাকেই পরিষ্কার রাখতে হবে এমনটাই জানান তিনি।