শিলিগুড়ি, ১৪ অক্টোম্বরঃ শিলিগুড়িতে ক্রমশই বাড়ছে ডেঙ্গির প্রকোপ।ডেঙ্গি চিকিৎসায় নার্সিংহোমের লাগামছাড়া বিল এবং স্বাস্থ্য সাথী কার্ডে পরিষেবা নিয়ে চিন্তায় রয়েছেন রোগীর পরিবারের সদস্যরা।এই সমস্ত বিষয়ে জেলা প্রশাসন এবং বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে সার্কিট হাউসে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণকর প্রকল্পগুলির মধ্যে একটি হল স্বাস্থ্য সাথী কার্ড।সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকার এই প্রকল্প শুরু করেছে।কোনও সমস্যা ছাড়াই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কলকাতার মানুষ।তাহলে কেন শিলিগুড়ির মানুষ এই প্রকল্পের সুফল পাচ্ছেন না।স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে নার্সিংহোম গুলিকে।তিনি আরও বলেন, যদি কোনো নার্সিংহোম এই কার্ডকে মান্যতা না দেয় এবং তার অভিযোগ পাওয়া গেলে জেলা প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, ডেঙ্গি প্রোটোকল না মানায় শিলিগুড়ির ১২টি নার্সিংহোমকে নোটিশ জারি করেছে জেলা প্রশাসন।
