শিলিগুড়ি, ৩১ জুলাইঃ রাজ্যে হানা দিয়েছে ডেঙ্গি।যে কারনে উদ্বিগ্ন স্বাস্থ্যদপ্তর।ডেঙ্গি মোকাবিলায় ও ডেঙ্গি সতর্কতা নিয়ে সোমবার জরুরি বৈঠক করলেন দার্জিলিঙের জেলাশাসক এস পন্নমবলম।
জানা গিয়েছে, এদিনের বৈঠকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামাণিক, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডঃ সঞ্জয় মল্লিক,শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডঃ চন্দন ঘোষ, শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ বিভিন্ন ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও সহ স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।এদিন ডেঙ্গি নিয়ে একাধিক বিষয়ে আলোচনা সারেন আধিকারিকরা।
এই বিষয়ে এস পন্নমবলম জানান, প্রতিবছর এই সময়ের তুলনায় অনেকটাই কম রয়েছে ডেঙ্গি।ডেঙ্গি সচেতনতায় কড়া বার্তা দেওয়া হয়েছে আধিকারিকদের।তিনি বলেন, পাহাড়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ১৯ জন এবং মহকুমা এলাকায় ৩৪ জন এখন অবধি আক্রান্ত হয়েছে।