শিলিগুড়ি, ১৫ জুলাইঃ ডেঙ্গি মোকাবিলায় তৎপর শিলিগুড়ি পুরনিগম।শনিবার শিলিগুড়ি তথ্যকেন্দ্রের রামকিঙ্কর হলে ডেঙ্গি নিয়ে কর্মশালা আয়োজিত হল।
জানা গিয়েছে, ডেঙ্গি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।ইতিমধ্যেই বেশ কয়েকবার স্বাস্থ্য আধিকারিক বা অন্যান্য দপ্তরের সঙ্গে বৈঠকও করেছে শিলিগুড়ি পুরনিগম।শনিবার শিলিগুড়ি তথ্যকেন্দ্রের রামকিঙ্কর হলে ডেঙ্গি নিয়ে একটি কর্মশালা আয়োজিত হল।এদিনের কর্মশালায় ডেঙ্গি মোকাবিলায় কি করণীয় তার উপরে আলোচনা করেন উপস্থিত পুর আধিকারিকেরা।
ডেঙ্গি মোকাবিলায় কড়া মনোভাব গ্রহণ করতে চলেছে শিলিগুড়ি পুরনিগম, এমনটাই জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার।তিনি বলেন, এবারে শহরে থাকা খালি জমির ওপর বিশেষ নজর দেওয়া হবে।জমি সঠিকভাবে দেখাশোনা না করলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, প্রয়োজনে আইনী ব্যবস্থা নেওয়া হবে জমির মালিকের ওপর।