ধূপগুড়ি, ১৭ জুলাইঃ করোনার পাশাপাশি এবারে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য দপ্তর ও প্রশাসন।তাই আগে ভাগে জরুরি বৈঠকে বসল স্বাস্থ্য দপ্তর।
শনিবার ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের কনফারেন্স হলে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একটি বৈঠক করা হল।এদিনের বৈঠকে ডেঙ্গু সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আধিকারিকরা।
জানা গিয়েছে, এর আগে ধূপগুড়ি পুর এলাকায় ডেঙ্গুর লাভার হদিস মিলেছিল।এই কারণে এবার কোনরকম ঝুঁকি নিতে চাইছে না স্বাস্থ্য দপ্তর।ব্লক স্বাস্থ্য দফতরের আওতায় প্রত্যেকটি গ্রামে জোরকদমে প্রচার চলছে।পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে কি করনীয় সেই বিষয়েও মানুষকে অবগত করা হচ্ছে।ব্লক স্বাস্থ্য দফতরের এই উদ্যোগে খুশি ধূপগুড়িবাসী।