শিলিগুড়ি, ২৩ অক্টোবরঃ ডেঙ্গি নিয়ে ভুল তথ্য জনসাধারণের কাছে তুলে ধরছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন।
এদিন অমিত জৈন বলেন, অক্টোবর ও নভেম্বর মাস ডেঙ্গির জন্য কঠিন সময়।প্রতিবছর এই সময় থেকে ডেঙ্গি মশার উপদ্রব বেড়ে যায়।তবে বর্তমানে ডেঙ্গির যে রিপোর্ট প্রকাশ করছেন শিলিগুড়ির মেয়র তা সম্পূর্ণ ভুল।মেয়র জানিয়েছেন ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি ওয়ার হাউস থেকে ডেঙ্গি ছড়াচ্ছে।ওই ওয়ার হাউস সম্পূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ।মেয়র না জেনে নিজেদের খামতি ঢাকতেই এমন মন্তব্য করেছেন।ডেঙ্গির সঠিক রিপোর্ট বিরোধীদের দেওয়া হচ্ছে না।আগামী বোর্ড সভায় সমস্ত তথ্য জনসমক্ষে তুলে ধরা হবে বলে জানান তিনি।
