শিলিগুড়ি, ২৩ অক্টোবরঃ ডেঙ্গু প্রতিরোধে শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় বিভিন্ন ড্রেনে টাকি মাছ ছাড়লেন প্রাক্তন কাউন্সিলর নিখিল সাহানী।
জানা গিয়েছে, মশার বংশবিস্তার রোধে শিলিগুড়ি বিভিন্ন ড্রেনে গাপ্পি মাছা ছাড়া হয়েছিল।তবে গাপ্পি মাছ বাঁচেনি।এই কারণে এদিন ৫ কেজি টাকি মাছ ওয়ার্ডের বিভিন্ন ড্রেনগুলিতে ছাড়া হয়।
এই বিষয়ে নিখিল সাহানী জানান, করোনার পরিস্থিতিতে ডেঙ্গুর কথা মাথায় রেখে এই মাছ ছাড়ার সিদ্ধান্ত।টাকি মাছ নোংরা ও দুষিত জলে অনেকদিন বেঁচে থাকে।এই কারনে টাকি মাছ ছাড়া হল।
