ডেঙ্গি রুখতে একাধিক উদ্যোগ শিলিগুড়ি পুরনিগমের, ডেঙ্গি সচেতনতায় চলবে প্রচার  

শিলিগুড়ি, ২৬ জুনঃ বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গির আশঙ্কা।সেকারণে তৎপর শিলিগুড়ি পুরনিগম।ডেঙ্গি নিয়ে প্রচার বাড়াতে একাধিক উদ্যোগ গ্রহণ করলো মেয়র।


জানা গিয়েছে, বিগত সময়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের।ফের শহরে যাতে থাবা বসাতে না পারে ডেঙ্গি সেই কারণে এবারে তৎপর হয়েছে শিলিগুড়ি পুরনিগম।প্রচার ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর দেওয়া হয়েছে জোর।

ডেঙ্গি নিয়ে প্রচার বাড়াতে সোমবার  থেকে শহরে নামল ৬টি সাউন্ড সিস্টেম যুক্ত  ই-রিক্সা।এছাড়াও ৪০ টি আবর্জনা পৃথকীকরণ ভ্যান ও কয়েক লক্ষ টাকা ব্যয়ে ডিসল্টিং মেশিন নামানো হল।এদিন সবুজ পতাকা দেখিয়ে এর সূচনা করেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার,মেয়র পারিষদ মানিক দে,পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা।


এদিন মেয়র গৌতম দেব জানান, ডেঙ্গি প্রতিরোধে এবার আগে থেকেই প্রচার সহ একাধিক পরিকল্পনা গ্রহন করা হয়েছে।এই রোগ নিয়ন্ত্রন করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubaywin girişmatadorbet girişcasibomgrandpashabet giriş