শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ করোনার আতঙ্ক এখনও পিছু ছাড়েনি।তার মধ্যে উত্তরবঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু।উত্তরবঙ্গে নতুন করে ডেঙ্গু থাবা বসিয়েছে।শিলিগুড়ি শহরকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।
মঙ্গলবার পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের সূর্যসেন পার্ক থেকে ডেঙ্গু সতর্কতা নিয়ে কর্মসূচি গ্রহণ করা হয়।এদিন ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তা এবং ড্রেনে ডেঙ্গুনাশক স্প্রে ও ব্লিচিং পাউডার ছড়ানো হয়।পাশাপাশি ওয়ার্ডের বাড়ি বাড়িতে ডেঙ্গু সতর্কতা বার্তা নিয়ে লিফলেট বিলি এবং সাধারণ মানুষকে সচেতন করেন এলাকার মহিলারা।ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও এলাকার মহিলারা মিলে ডেঙ্গু সতর্কতা নিয়ে ট্যাবলো ও মাইকিং করে সচেতনতা প্রচার চালান।
এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর তথা প্রশাসক মন্ডলীর সদস্য কমল আগরওয়াল বলেন, শিলিগুড়ি শহরের বেশকিছু জায়গায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে।আমাদের ওয়ার্ডেও কিছু সংখ্যক ডেঙ্গু ধরা পড়েছে।বিগত কিছুদিন ধরে ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।প্রচুর মানুষ এই কর্মসূচিকে সমর্থন করছে।