শিলিগুড়ি,১ আগস্টঃ ডেঙ্গু রুখতে গাপ্পি মাছেই ভরসা শিলিগুড়ি পুরনিগমের।৪৭ টি ওয়ার্ডেই গাপ্পি মাছ ছাড়বে পুরনিগম।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচির উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। মেয়র জানান, ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে শিলিগুড়ি শহরে। আর শুরুতেই ডেঙ্গু রুখতে এই উদ্যোগ নিয়েছে পুরনিগম। মৎস্য দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ডের প্রতিটি জলাশয়েই ছাড়া হবে গাপ্পি মাছ।
মেয়র আরও বলেন, শহরের নালা নর্দমাতেও গাপ্পি মাছ ছাড়া হবে। মৎস্য বিভাগকে সাথে নিয়ে এই গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি নিয়েছে শিলিগুড়ি পুরনিগম। বৃহস্পতিবার শিলিগুড়ির বিধান রোড থেকে এই গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি শুরু করা হয়। মেয়র গৌতম দেব ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ এবং আধিকারিকেরা।