শিলিগুড়ি,৩১ ডিসেম্বরঃ ২০২০ সাল মানুষের মনে বিভিষীকা হয়ে থাকলেও তার সুফলও পেয়েছে রাজ্যবাসী।ডেঙ্গু মুক্ত রাজ্য হয়েছে ২০২০ সাল।২০১৮-২০১৯ সালে গোটা রাজ্যে থাবা বসিয়েছিল মশাবাহীত ডেঙ্গু রোগ।আক্রান্ত ও মৃত্যুর হারও ছিল বেশ অনেকটাই।স্বাস্থ্য আধিকারিকদের মতে, মার্চের পরপরই এই রোগের পাদুর্ভাব ঘটে।ওই বছরগুলিতে রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও এই রোগে আক্রান্ত হয়েছিলেন অনেকেই।
তবে এই বছর ডেঙ্গুতে সংক্রমণের হার কম।কি কারণে তা সম্ভব হয়েছে তা জানতে তৎপর পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কো-অর্ডিনেটর শঙ্কর ঘোষ।তিনি অবিলম্বে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের তদারকি করার আবেদন জানান।তবে শঙ্কর বাবুর মতে,সম্ভবত এবছর লকডাউনের জেরে স্বাস্থ্যকর পরিবেশ এবং অধিক পরিমাণে বিভিন্ন এলাকা জীবাণুমুক্ত হওয়ার কারণে ডেঙ্গু মুক্ত হয়েছে রাজ্য।