শিলিগুড়ি,১৯ সেপ্টেম্বরঃ ডেঙ্গু নিয়ে হেলদোল নেই পুরনিগমের।শুধু উৎসব কার্নিভাল আর পদযাত্রা করা নিয়ে ব্যস্ত।বর্তমান পুরবোর্ডের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে পুর কমিশনারের দ্বারস্থ হলেন বাম কাউন্সিলররা।
পুরনিগমের বাম কাউন্সিলরদের অভিযোগ, প্রতিদিন লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।তবে এই বিষয়ে পু্রনিগমের বর্তমান বোর্ডের কোনও হেলদোল নেই।পাশাপাশি গণ সচেতনতা গড়ে তুলতে ব্যর্থ এই পুরবোর্ড।সোমবার এই বিষয়ে পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বাম কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, জুন-জুলাই মাস থেকে সর্তকতা অবলম্বন করা উচিৎ ছিল। তা না করে উৎসব, পদযাত্রা, কার্নিভাল, এই সব নিয়ে ব্যস্ত আছে বর্তমান পুরবোর্ড।এভাবে চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে।